DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে মাদক মামলায় ১জনের যাবজ্জীবন, অন্যজনের ১০ বছর কারাদণ্ড

Abdullah
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন, অন্যজনের ১০ বছর কারাদণ্ড

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট মাদকের পৃথক দুটি মামলায় একজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের পৃথকভাবে ৫০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক অতিরিক্ত জেলা জজ আব্বাস উদ্দীন এ রায় দেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলো, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের নুরুল ইসলাম মন্টুর ছেলে আপেল প্রামানিক ওরফে আপন। এছাড়া ১০ বছর দন্ডপ্রাপ্তরা একই উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাহফুজুর রহমান। তারা দুজনেই পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৫ নভেম্বর রাতে গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সৈয়দ আলীর মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় বস্তার মধ্যে রাখা ১৩৯ বোতল ফেনসিডিলসহ আপেল প্রামানিককে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর আদালত আজ তাকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন।

অন্যদিকে ২০২২ সালের ৬ মার্চ গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে মাহফুজুর রহমানকে আটক করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে একটি খড়ের গাদা থেকে ৬৭ বোতল ফেনসিডিল ও ১১ বোতল ফারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে আজ আদালত তাকে ১০ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২