DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকামঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে চোরাচালানের মামলায় ৪ জনের ডাবল যাবজ্জীবন

Online Incharge
আগস্ট ১৭, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে চোরাচালানের মামলায় ৪ জনের ডাবল যাবজ্জীবন

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে চোরাচালানের মামলার দুটি ধারায় ৪ জনের ডাবল যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুই ধারায় তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার চক শিমুলিয়া রতনপুর গ্রামের সুলতানের ছেলে আমিনুল ইসলাম, মোখলেছুর রহমানের ছেলে সায়েদুর রহমান, মোজা মন্ডলের ছেলে ওবায়দুল ও মৃত তসলিমের ছেলে রইচ উদ্দীন।

মামলার বিবরণে জানা গেছে, আসামিরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার চুরি করে তার মূল্যমান তামা বিক্রি করতো। ২০০৭ সালের ১৯ জানুয়ারি পাঁচবিবি উপজেলার রামভন্দ্রপুর সীমান্ত দিয়ে তারা তামা ভারতে পাচার করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধাওয়া করে ৫৩ কেজি তামাসহ আটক করে বিজিবি।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭