DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৯শে মে ২০২৩
ঢাকাসোমবার ২৯শে মে ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ঢাকার আদালতে আইনজীবীর মৃত্যু

Online Incharge
মে ১১, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার আদালতে আইনজীবীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকার আদালতে মামলার শুনানি শেষে চেম্বারের ফেরার পথে অসুস্থ হয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ মে) দুপুর দেড়টার দিকে শফিউল আলম ওরফে আলাউদ্দিন নামের এই আইনজীবীর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তীব্র গরমে হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা আইনজীবী সমিতির ক্লিনিকে কর্মরত চিকিৎসকেরা।

প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানাযায়, দুপুর সাড়ে ১২টার দিকে ওই আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুনানি শেষে চেম্বারে ফিরছিলেন। পথেই তিনি অসুস্থ বোধ করেন। পাশের একজন আইনজীবীর ঘাড়ে হাত রেখে বলেন, ‘আমি অসুস্থ বোধ করছি। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান।’ তখন উপস্থিত আইনজীবীরা তাঁকে ঢাকা আইনজীবী সমিতির ক্লিনিকে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তিনি সুস্থ না হওয়ায় পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

আইনজীবী শফিউল আলমের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি ২০২১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে তালিকাভুক্ত হন। বিকেল চারটায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে তাঁর প্রথম জানাজা হওয়ার কথা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ৪:৩৪
  • ৬:৪২
  • ৮:০৬
  • ৫:১২