তিন যুগ পর চালু হলো উল্টাছড়ি বাজারের সপ্তাহিক হাট
- আপডেট সময় : ০১:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ২৬৬০ বার পড়া হয়েছে
তিন যুগ পর চালু হলো উল্টাছড়ি বাজারের সপ্তাহিক হাট
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি বাজারটি প্রায় তিন যুগ প্রতিক্ষার পর আবারও চালু হয়েছে উল্টাছড়ি বাজের সাপ্তাহিক হাট।
সাপ্তাহিক হাট উপলক্ষে বুধবার সকাল থেকেই উপজেলার ভিবিন্ন প্রান্ত থেকে উল্টাছড়ি বাজারে আসতে শুরু করে ক্রেতা-বিক্রেতারা। পাশাপাশি বাজার পরিদর্শনে আসে পানছড়ি থানার ওসি মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, যুগ্ন-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনসহ দলীয় নেতা-কর্মী, ৫নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলাবন্ধনে উল্টছড়ি বাজারটি চালু করতে সকলের সহযোগীতা চাই। এখানে বাজারটি চালু করতে যারা অবৈধভাবে বাধা সৃস্টি করবে তাদেরকে প্রশাসনের সহযোগীতায় দমন করা হবে। বাজারটি চালু হলে সকল সম্প্রদায়ের ৬টি গ্রাম উপকৃত হবে।
বাজার চৌধুরী মোঃ রফিকুল ইসলাম জানায়, বাজার ফান্ড খাগড়াছড়ির অনুমোদিত উল্টাছড়ি বাজারটি ১৯৮০-৮১ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৬ সালে পার্বত্য বিরাজমান পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায়। তখন সেখানে বিভিন্ন লোকজন আশ্রয় নেয়। এক সময় বাজারের অস্থিত্ব হারায়। সকলের সহযোগিতায় বাজারটি আজ বুধবার পুনরায় চালু হয়েছে।



















