DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেশে ফেরা মাত্র পিকে হালদারকে গ্রেফতারের নির্দেশ

News Editor
অক্টোবর ২১, ২০২০ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

তিন হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পি কে হালদারকে দেশে ফেরা মাত্র তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেন, বিমানবন্দরে নামামাত্র পিকে হালদারকে ইমিগ্রেশন আইনশৃঙ্খলাবাহিনীর কাছে হস্তান্তর করবে।

একইসঙ্গে দেশে ফিরে আইনের হেফাজতে থেকে যেন পিকে হালদার পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদার আসিফের জামিন

২৫ অক্টোবর দেশে ফিরতে চেয়ে পিকে হালদারের করা আবেদন মঞ্জুর করে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পিকে হালদার দেশে ফিরতে হাইকোর্টে আবেদন করেন।

আবেদনে জীবনের নিরাপত্তা হীনতার কথা জানিয়ে আদালতের কাছে নিরাপত্তাও চান পিকে হালদার। গত ২১ জানুয়ারি ৩ হাজার ৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে পিকে হালদারসহ ১৯ জনের স্থাবর-অস্থাবর সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দেন হাইকোর্ট।

পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুদক মামলাও দায়ের করেন। তবে তার আগেই কানাডায় পালিয়ে যায় পি কে হালদার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১