টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নওগাঁর আত্রাই নদের পানি বেড়ে জেলার মান্দা, আত্রাই, রাণীনগর ও সদর উপজেলায় দ্বিতীয় দফা বন্যা দেখা দেয়। তবে, এখন বন্যার পানি বিভিন্ন এলাকা থেকে নেমে যেতে শুরু করেছে। ফলে নওগাঁয় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গেল বন্যায় জেলায় প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার আত্রাই উপজেলায়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) নওগাঁর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান বলেন, ’বিভিন্ন উপজেলায় বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। এজন্য এসব এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, আর বন্যা হওয়ার কোন আশঙ্কা নেই। বন্যার পানি নেমে গেলেই বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলেও জানান এই প্রকৌশলী।
ওসি তরিকুলের চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে জেলেরা
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।