DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

Ellias Hossain
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

আদালত ডেস্কঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা হত্যা মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলো, ফতুল্লার দক্ষিণ শিয়ারচর এলাকার ইদ্রিস চকিদারের স্ত্রী সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার বিল্লাল মুন্সীর ছেলে মনির হোসেন। তাদের সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং মনির হোসেন পলাতক।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার হেলাল উদ্দিনের ছেলে মোঃ কাজল মিয়া, লাল খা এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোঃ জুয়েল, কোতয়ালের বাগ এলাকার মোঃ আব্দুল ছালামের ছেলে নুরুল ইসলাম, বরগুনা জেলার আব্দুল ছালামের মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার মৃত আবুল কাশেমের ছেলে লিটন।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে এ রায় ঘোষণা করেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিপ্রা মোদক বলেন, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। আদালত সেই মামলার দীর্ঘ বিচার কার্যক্রম শেষে ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬