আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অভিযান চালিয়েছে ইরানের সামরিক বাহিনী রেভুলিউশনারি গার্ডস, আইআরজিসি। এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সি।
তেহরানের দাবি, দুই সামরিক কর্মকর্তাকেই নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সফল হয়েছে রেভুলিউশনারি গার্ডস। ২০১৮ সালের ১৬ অক্টোবর পাকিস্তান-ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে ১২ জন রেভুলিউশনারি গার্ডসের সীমান্তরক্ষীকে অপহরণ করে জাইশ আল আদলের জঙ্গিরা।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই দফায় অভিযান চালিয়ে আরও ৯ সদস্যকে পাকিস্তান থেকে মুক্ত করে ইরানের সামরিক বাহিনী। বেশ কয়েক বছর ধরেই ইরানের সুন্নি মুসলিমদের সমর্থনে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়াচ্ছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জাইশ আল আদল।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।