DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ইরানের সামরিক বাহিনী অভিযান!

DoinikAstha
ফেব্রুয়ারি ৬, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অভিযান চালিয়েছে ইরানের সামরিক বাহিনী রেভুলিউশনারি গার্ডস, আইআরজিসি। এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সি।

মঙ্গলবার আইআরজিসি জানায়, আড়াই বছর আগে জাইশ আল আদল নামের পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী ইরানের সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্যকে অপহরণ করে। তাদের উদ্ধারের জন্যই সীমান্তবর্তী রাজ্য বেলুচিস্তানে অভিযান চালায় ইরান।

তেহরানের দাবি, দুই সামরিক কর্মকর্তাকেই নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সফল হয়েছে রেভুলিউশনারি গার্ডস। ২০১৮ সালের ১৬ অক্টোবর পাকিস্তান-ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে ১২ জন রেভুলিউশনারি গার্ডসের সীমান্তরক্ষীকে অপহরণ করে জাইশ আল আদলের জঙ্গিরা।

সম্প্রতি সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে এই পাকিস্তানি জঙ্গিদের আস্তানা শনাক্ত করে ইরান। এরপরই সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ইরান ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের সমন্বয়েই এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে আইআরজিসি।

এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই দফায় অভিযান চালিয়ে আরও ৯ সদস্যকে পাকিস্তান থেকে মুক্ত করে ইরানের সামরিক বাহিনী। বেশ কয়েক বছর ধরেই ইরানের সুন্নি মুসলিমদের সমর্থনে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়াচ্ছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জাইশ আল আদল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬