পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, গুলিতে নিহত-১
ইব্রাহীম খলিল/গাজিপুর প্রতিনিধিঃ
গাজিপুরে শ্রমিক পুলিশের সাথে সংর্ঘষে গুলিতে রাসেল হাওলাদার (২৬) ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
তিনি বাসন থানার এলাকার ডিজাইন এক্সপ্রেক্স লিমিটেডের ইলেকট্রিশিয়ান ছিলেন। রাসেল ঝালকাঠি সদর উপজেলার খাঘুটিয়া গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রাসেলের সহকর্মী আবু সুফিয়ান বলেন, স্থানীয় ৫-৬টি গার্মেন্টসের কর্মীরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। সকালে তাদের কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। বেলা সাড়ে ১১টার দিকে কারখানা থেকে বের হয়ে তারা পায়ে হেঁটে বাসার দিকে রওনা হন। এ সময় পুলিশ গুলি চালায়।
রাসেলের বুকের ডান পাশে ও ডান হাতে গুলি লাগে। প্রথমে স্থানীয় পরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে নেওয়া হয়।