DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বৃদ্ধা নিহত সেফটি ট্যাংকি থেকে গৃহবধুর লাশ উদ্ধার

Online Incharge
আগস্ট ১৪, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বৃদ্ধা নিহত সেফটি ট্যাংকি থেকে গৃহবধুর লাশ উদ্ধার

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের লাল মোল্লার ডাঙ্গী গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের ঘুষিতে পিতা ওহাব মোল্লার মৃত্যু ও বাছার ডাঙ্গী গ্রামে রাবেয়া বেগম ওরফে রঙ্গ নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক দুটি ঘটনা ঘটেছে রোববার দুপুরে ও সন্ধ্যা রাতে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

 

পুলিশ ও পৃথক দুটি সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের মোল্লার ডাঙ্গী গ্রামের পিতা ওহাব মোল্লা নিজের ঘরের সামনে বসেছিলেন। এসময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে জাহিদ মোল্লা ওই ঘরের ভিতরে বিদ্যুতের একটি সকেটের কাজ করতে গেলে তিনি বাঁধা দেন ছেলেকে। এতে পিতার উপর ক্ষিপ্ত হয়ে উঠে জাহিদ মোল্লা। এক পর্যায়ে পিতা-পুত্রের তর্কচলাকালীন সময়ে নিজের পিতাকে বেধড়ক কিল ও ঘুষিতে আহত করা হয়। বাড়ির লোকজন গুরুত্বর আহত অবস্থায় ওহাব মোল্লাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

অপরদিকে একই ইউনিয়নের বাছার ডাঙ্গী গ্রামে রাবেয়া বেগম ওরফে রঙ্গ নামে এক গৃহবধুর লাশ বাড়ির সেফটি ট্যাংকির থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

 

জানা যায়, গত ৯ বছর আগে শিবচর থানার বন্দখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের হাবলু বেপারীর সাথে বিয়ে হয় রাবেয়া বেগম ওরফে রঙ্গর। বিয়ের পর থেকেই রাবেয়া তার স্বামীকে নিয়ে পিতার বাড়িতে বসবাস করে আসছিল। স্বামী হাবলু বেপারী পিয়াজখালী বাজারে ফার্নিচারের দোকানে কাজ করে ও রাবেয়া সদরপুরে এ.কে.কে এনজিওতে মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। কিন্ত বিবিধ কারণে স্বামী ও স্ত্রীর মাঝে বিবাদ লেগেই থাকতো।

 

আরো পড়ুন :  গাজীপুরে বাসচাপায় নিহত-১

সেই সুত্রতার জের ধরে রাবেয়া নিজের পিতার বাড়ি থেকে তিনদিন আগে (১১ আগস্ট) রহস্যজনকভাবে নিখোঁজ হন। স্ত্রী নিখোঁজ অথচ রাবেয়ার স্বামী হাবলু বেপারী ঢাকায় যাওয়ার কথা বলে দ্রুত বাড়ি থেকে সটকে পরে। নিরুপায় হয়ে বাড়ির লোকজন তাদের মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজ করার পর কোথাও খুঁজে না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে সদরপুর থানায় সাধারণ ডায়েরী করেন।

 

অতপর ১৩ আগষ্ট দুপুরে বাড়ির গোয়াল ঘরের পেছন থেকে পচা দুর্গনদ্ধ ভেসে আসে। এসময় রাবেয়ার মা হাসিনা বানু বাথরুমের সেফটি ট্যাংকির দিকে এগিয়ে গিয়ে দেখেন তার মেয়ে রাবেয়ার দুই পা মোড়ান অবস্থায় পড়ে আছে। তিনি চিৎকার করলে তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল সেফটি ট্যাংকির ভেতর থেকে গৃহবধু রাবেয়ার মরদেহ উদ্ধার করে।

 

সদরপুর থানার ওসি মোঃ মামুন আল রশিদ জানান, পুলিশের সন্দেহ গৃবধুকে তার স্বামী হত্যার পরে সেফটি ট্যাংকি লুকিয়ে রেখেছিল। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনী প্রক্রিয়া অব্যহত রয়েছে। এদিকে ছেলের ঘুষিতে বৃদ্ধা নিহতের ঘটনায় ছেলে মানসিক ভারসাম্যহীন ছেলে জাহিদ মোল্লাকে আটক করেছে পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭