DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৫শে মে ২০২৪
ঢাকাশনিবার ২৫শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বৌমার সন্তান না হওয়ায় নিজেই গর্ভবতী হলেন সিরিয়ালের শাশুড়ি

News Editor
সেপ্টেম্বর ২৭, ২০২০ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ল্যকর পদক্ষেপ৷ তিনি নিজেই হলেন গর্ভবতী! নিজের বয়সের মতো বিষয় বা লোকে কী বলবে এ সবকে দূরে সরিয়ে তার স্বামীর সঙ্গে আলোচনা করে সন্তানের জন্ম দেয়ার সিদ্ধান্ত নেন। তাতে আরো গভীর হয় শাশুড়ি-বৌমার সম্পর্ক৷

আরও পড়ুন : আমার এই ছোট্ট জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি, শাকিব খান

অভিনেত্রী সৃষ্টি জৈন ২৩ বছর বয়সী যুবতী-বিবাহিত নব্যার চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় টিভি অভিনেত্রী জুহি পরমার অভিনয় করেছেন নব্যার শাশুড়ি রেণুকার ভূমিকায়। জনপ্রিয় অভিনেতা শক্তি আনন্দ মুকুন্দের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, যিনি রেণুকার স্বামী এবং নব্যার শ্বশুর। 

জুহির মতে, রেনুকার চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং ছিল কারণ যখন তার পুত্র এবং পুত্রবধু সন্তান ধারণ করতে অক্ষম হন, তখন তিনি স্বামীর সঙ্গে গর্ভধারণের জন্য অলোচনা করেন এবং নিজে গর্ভবতী হন। এমন একটি সূক্ষ্ম বিষয় দর্শকদের সামনে তুলে ধরা খুবই চ্যাালেঞ্জের এবং আমি আশাবাদী যে আমি এই ভূমিকার প্রতি ন্যায় করতে পেরেছি, বলছেন জুহি।

এর আগে এমন একটি গল্প দেখা গিয়েছিল বাধাই হো ছবিতে৷ যদিও সেখানে কোনো পুত্রবধূর চরিত্র ছিল না৷গর্ভবতী মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল নিনা গুপ্তাকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪০
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫২
 • ১১:৫৮
 • ৪:৩৩
 • ৬:৪০
 • ৮:০৩
 • ৫:১৩