লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার রায় ঘোষণার জন্য ১৬ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায়ের তারিখ নির্ধারণ করেন।এর আগে বুধবার রাষ্ট্রপক্ষে মামলায় অভিযুক্ত সব আসামির মৃত্যুদণ্ড চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন গোলাম সারোয়ার খান।
গতকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় আজও শুনানির দিন ঠিক করেন আদালত। আজ আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে চাপাতির কোপে নিহত হন অভিজিৎ রায়। এসময় আহত হন তার স্ত্রী বন্যা আহমেদ।
এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি অভিজিৎ রায়ের বাবা অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এ মামলা তদন্ত করে ২০১৯ সালের ১৩ মার্চ মেজর সৈয়দ জিয়াউল হকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিজিৎ হত্যা মামলার অন্য আসামিরা হলেন— আরাফাত রহমান ওরফে শামস ওরফে সাজ্জাদ, মোজাম্মেল হোসেন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব, আকরাম হোসেন আবির ওরফে আদনান ও শফিউর রহমান ফারাবী।
আসামিদের মধ্যে জিয়াউল ও আকরাম পলাতক। অন্যরা কারাগারে।