DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৯শে এপ্রিল ২০২৫
ঢাকামঙ্গলবার ২৯শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ব্লগার ওয়াশিকুর হত্যা:আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ২৪ সেপ্টেম্বর

News Editor
সেপ্টেম্বর ২১, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।  

আজ সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন।

এর আগে আসামী জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুরকে আদালতে হাজির করে পুলিশ। এ মামলায় দুই আসামি জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ওরফে তাহের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আব্দুল্লাহ পালাতক রয়েছে।

এদিকে গত ১০ সেপ্টেম্বর  আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।  গত ২৫ আগস্ট মামলার শেষ সাক্ষী হিসেবে রেকর্ডিং অফিসার সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে ১০ সেপ্টেম্বর আসামীদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন। এই মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

আরও পড়ুনঃদীর্ঘদিন পর খুলে দেওয়া হল তাজমহলের প্রবেশ দ্বার

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখির কারণে ওয়াশিকুরকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন।

পরে ওই হত্যা মামলায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ওই রাতেই তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের গ্রেফতার দেখানো হয়।

আরো পড়ুন :  নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য মালামালসহ আটক

এরপর ২০১৫ সালের ১ সেপ্টেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১৬ সালের ২০ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮