DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৯শে মে ২০২৩
ঢাকাসোমবার ২৯শে মে ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় যুবকের পায়ের রগ কর্তনের ঘটনায় আটক-৭

Online Incharge
মে ৬, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় যুবকের পায়ের রগ কর্তনের ঘটনায় আটক-৭

 

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্রের মুখে তিন যুবককে জিম্মি ও মারধর করে আহত ও এক যুবকের পায়ের রগ কর্তনের ঘটনায় জড়িত ৭ আসামিকে আটক করেছে পুলিশ। ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভুইয়া ও অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা শুক্রবার রাতে ভাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আটক করে। এসময় ঘটনার প্রধান আসামি মোখলেসুর রহমান সুমনের পেট্রোল পাম্প থেকে ২টি রাম দা ৫৫ কালি ১টি তীর ধনুকসহ প্রাভেটকার উদ্ধার করা হয়েছে বলে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান।

 

আজ শনিবার বিকেলে ভাঙ্গা থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোখলেছুর রহমান সুমন তার পেট্রোল পাম্প (হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশন) এলাকায় আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে, শুক্রবার সকালে ইমরান তালুকদার (৩৫), শাওন বেপারী (২২)কে মোখলেছুর রহমান সুমনের অনুসারী লাবুসহ ছয় থেকে সাত যুবক পুলিয়া বাজার থেকে নাস্তা খাওয়া অবস্থায় দেশীয় অস্ত্রের মূখে একটি মাহেন্দ্র গাড়িতে জোরপূর্বক তূলে নিয়ে আসে সুমনের পেট্রোল পাম্পে। সেখান থেকে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে তিন যুবককে মারধর করে আহত করে। একপর্যায়ে হিংস্র হয়ে ইমরানের বাম পায়ের রগ কেটে দেয়।

 

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া ও অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম ফারুক ও ইয়াসিন হাওলাদারের বসতবাড়ির খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওদের উদ্ধার করে এবং চিকিৎসার জন্য ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে গুরুত্বর আহত যুবকদেরকে ঢাকায় প্রেরণ করা হয়। আহত ইমরানের বড় ভাই ইকবাল বাদী হয়ে শনিবার ২৯ জনকে আসামি ও অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাত আসামিকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলো-লাবু মাতুব্বর (৩৫), ফারুক হাওলাদার (৩৫), আকতার মাতুব্বর (৩০), ইকবাল শিকদার (৩০), অহিদ মাতব্বর(৪৩)। তাদের বাড়ি ঈশ্বরদী গ্রামে। মোঃ হোসেন খান(৩৫) এর বাড়ি ঢাকার লালবাগ এলাকায় ও ফরহাদ হোসেন (৩৮) এর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বাচামারা গ্রামে।

 

আরো পড়ুন :  রাঙ্গামাটিতে লাশ উদ্ধার

পুলিশ জানায় মামলার মূল আসামি মোখলেছুর রহমান সুমন ঢাকার দিকে প্রাইভেটকার যোগে পালানোর সময় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটকের চেষ্টা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ব্যবহৃত প্রাইভেটকার ( ঢাকা মেট্রো গ- ২৫-৮৫০১) ব্যক্তিগত মোবাইল ও ব্যক্তিগত একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় সুমনের পেট্রোল পাম্প থেকে রামদা, কালি, ধনুক, ফেলে যাওয়া গাড়ি, ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ৪:৩৪
  • ৬:৪২
  • ৮:০৬
  • ৫:১২