রায়হান জামান স্টাফ রির্পোটারঃ ভারতে বিজেবি কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন সোসাইটি ডেভেলপমেন্ট টিম, কিশোরগঞ্জের সদস্যরা।
শনিবার বিকাল ৫টায় কিশোরগঞ্জ শহরতলীর মনিপুরঘাট ব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাও. মো. আব্দুর রাজ্জাক গাফুরী, মাও. নূর মুহাম্মদ, মুফতি মারুফ হাসান খান,মাও. ইলিয়াস, মাও. আশরাফ আলী মাক্কী, মুফতি সাইদুর রহমান, ডা.রাকিবুল ইসলাম ফারুকী, মাও. ফরহাদ ফারুকী, এইচ.এম. রাকিবুল ইসলাম, হাফেজ উবায়দুল্লাহ ও সোসাইটির ডেভেলপমেন্ট টিম এর আহ্বায়ক সাংবাদিক রায়হান জামান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী সা. কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। তারা বাংলাদেশ সরকারের প্রতি চারটি দাবি পেশ করেন।
এক. রাষ্ট্রীয়ভাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে নিন্দা জানাতে হবে এবং বিজেপির দুই নেতাকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবসস্থা করতে হবে।
দুই.বাংলাদেশে কেউ রাসূল সা. কে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এ বিষয়ে নতুন আইন করার দাবি জানান।
তিন. অন্যান্য দেশের মত বাংলাদেশেও ভারতের সকল পণ্য বর্জন করতে হবে। চার.ভারতের সকল টিভি চ্যানেল বন্ধ করতে হবে।
বক্তারা সিলেটে বন্যা পরিস্থিতি নিয়ে বলেন, ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটের সর্বনাশ হয়েছে।
উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর তীর উপচে নগরীর বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় বন্যার পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বাংলাদেশ সরকার যেন বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা বাড়িয়ে দেয় এবং দেশের এই সংকটাপন্ন মূহুর্তে পদ্মা সেতু উদ্ভোধন না করে সেতু উদ্ভোধন পিছিয়ে দেয়ার দাবি জানান।
পরে মোনাজাতের মাধ্যমে এ মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।