DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মাতৃহীন কিশোরী কন্যাকে ধর্ষণ চেষ্টা

Doinik Astha
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

প্যরালাইসিস রোগে শয্যাশায়ী অতিদরিদ্র পরিবারের অসহায় বাবার ১২ বছরের মাতৃহীন কিশোারি কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আসামির নাম ইলিয়াস আহমদ ওরফে ইলাস (২৫)। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগাঁও গ্রামের মন্তাজ আলীর ছেলে। রবিবার রাতে ভিকটিমের চাচা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করেছেন। সোমবার বিকেলে বিজ্ঞ আদালত থেকে প্রাপ্ত মামলার এজাহার ও ভিকটিম সুত্রে জানা যায়, উপজেলার উওর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগাঁও গ্রামের মন্তাজ আলীর ছেলে ইলিয়াস আহমদ ওরফে ইলাস কাজের সুবাধে একই ইউনিয়নের গুটিলা গ্রামে ভগ্নিপতির বাড়িতে বসবাস করে আসছিলো।

গেল শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভগ্নিপতি’র প্রতিবেশী বসতবাড়ির বাসিন্দা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে অতিদরিদ্র পরিবারের অসহায় এক বয়োবৃদ্ধ বাবার বসতঘরের দরজা খুলে বয়েবৃদ্ধ’র ঘরে থাকা মাতৃহীন ১২ বছরের কিশোরী কন্যাকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে ইলিয়াস। ওই সময় অপর প্রতিবেশী পরিবারের লোকজন কিশোরীর চিৎকার শুনে এগিয়ে আসলে ইলিয়াস কৌশলে পালিয়ে যায়। সোমবার বিকেলে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি এস, এম মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, রবিবার রাতে মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি ইলিয়াসকে পুলিশ গ্রেফতার করেছে। সুনামগঞ্জ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১