ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মানবতার ডাক’-এর মহতী উদ্যোগ: মরণ ফাঁদ রাস্তায় ফেরালো জীবনের চলাচল Logo গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে নির্দেশ জাতিসংঘ আদালতের Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে Logo দশমিনায় জেলেদের জিম্মি করে ছাত্রদল নেতার চাঁদাবাজি Logo বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন Logo মানবতার আলোর পথে: লালন দর্শনের নতুন পাঠ Logo পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : ড. ইউনূস

মিরসরাইয়ে গৃহবধূর মৃত্যু, আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ১১:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ১০৩৫ বার পড়া হয়েছে

মিরসরাইয়ে গৃহবধূর মৃত্যু, আটক-২

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে যৌতুকের দাবীতে নুসরাত আলম মিলি (২৩) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল পাঠিয়েছে । এ ঘটনায় মিলির স্বামী মোশাররফ হোসেন এবং শ্বাশুড়ি আম্বিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

নুসরাত আলম মিলি হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী সওদাগর বাড়ির মোশাররফ হোসেনের স্ত্রী। মিলি এবং মোশাররফের ৪ মাস বয়সী জায়িম হোসেন নামে একটি পুত্র সন্তান রয়েছে।

 

জানা গেছে, ১৮ মাস পূর্বে মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গড়িয়াইশ এলাকার মৃত খুরশিদ আলমের মেয়ে নুসরাত আলম মিলির সাথে হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর হাইতকান্দি গ্রামের আশ্রাফ আলী সওদাগর বাড়ির আবুল কাশেমের পুত্র মোশাররফ হোসেন বিয়ে হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছে।

মিলির মা জোসনে আরা বেগম বলেন, বিয়ের সময় যৌতুক হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। বিয়ের পরেও আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে স্বামীর পরিবারের লোকজন । বিয়ের পর এই পর্যন্ত ৪ ধাপে তাকে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। তারা আরও টাকা দাবী করেছে। টাকার জন্য প্রায় নির্যাতন করতো স্বামী এবং শাশ্বড়ী। সর্বশেষ বুধবার রাতে টাকার জন্য আমার মেয়েকে বুধবার রাতে মারধর করে। টাকা দিতে না পারায় তারা আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে নাটক সাজাচ্ছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে আমার মেয়ে মিলি ফোন করে বলে তার স্বামী রাতে তাকে মারধর করেছে টাকার জন্য। সকাল ৯:৪৫ মিনিটে তার স্বামী মোশাররফ হোসেন ফোন করে বলে নুসরাত মারা গেছে। তাকে আমরা মিরসরাই সদরে মাতৃকা হাসপালে নিয়ে এসেছি।

 

মিরসরাই থানার ওসি মোঃ কবির হোসেন বলেন, লাশের সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মিলির স্বামী মোশাররফ হোসেন এবং শ্বাশুড়ি আম্বিয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস :

মিরসরাইয়ে গৃহবধূর মৃত্যু, আটক-২

আপডেট সময় : ১১:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

মিরসরাইয়ে গৃহবধূর মৃত্যু, আটক-২

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে যৌতুকের দাবীতে নুসরাত আলম মিলি (২৩) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল পাঠিয়েছে । এ ঘটনায় মিলির স্বামী মোশাররফ হোসেন এবং শ্বাশুড়ি আম্বিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

নুসরাত আলম মিলি হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী সওদাগর বাড়ির মোশাররফ হোসেনের স্ত্রী। মিলি এবং মোশাররফের ৪ মাস বয়সী জায়িম হোসেন নামে একটি পুত্র সন্তান রয়েছে।

 

জানা গেছে, ১৮ মাস পূর্বে মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গড়িয়াইশ এলাকার মৃত খুরশিদ আলমের মেয়ে নুসরাত আলম মিলির সাথে হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর হাইতকান্দি গ্রামের আশ্রাফ আলী সওদাগর বাড়ির আবুল কাশেমের পুত্র মোশাররফ হোসেন বিয়ে হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছে।

মিলির মা জোসনে আরা বেগম বলেন, বিয়ের সময় যৌতুক হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। বিয়ের পরেও আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে স্বামীর পরিবারের লোকজন । বিয়ের পর এই পর্যন্ত ৪ ধাপে তাকে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। তারা আরও টাকা দাবী করেছে। টাকার জন্য প্রায় নির্যাতন করতো স্বামী এবং শাশ্বড়ী। সর্বশেষ বুধবার রাতে টাকার জন্য আমার মেয়েকে বুধবার রাতে মারধর করে। টাকা দিতে না পারায় তারা আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে নাটক সাজাচ্ছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে আমার মেয়ে মিলি ফোন করে বলে তার স্বামী রাতে তাকে মারধর করেছে টাকার জন্য। সকাল ৯:৪৫ মিনিটে তার স্বামী মোশাররফ হোসেন ফোন করে বলে নুসরাত মারা গেছে। তাকে আমরা মিরসরাই সদরে মাতৃকা হাসপালে নিয়ে এসেছি।

 

মিরসরাই থানার ওসি মোঃ কবির হোসেন বলেন, লাশের সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মিলির স্বামী মোশাররফ হোসেন এবং শ্বাশুড়ি আম্বিয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।