DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১২ই জুলাই ২০২৪
ঢাকাশুক্রবার ১২ই জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

News Editor
অক্টোবর ১৬, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মিলনের বিরুদ্ধে। এছাড়া মরদেহ সদর হাসপাতালে রেখে মিলন পালিয়ে গেছেন বলেও জানা গেছে।

পুলিশ জানায়, গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন মিলন হোসেন ও রুবিনা দম্পতি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে সদর হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সব কোট মুজিব কোট হয়ে গেছে: গয়েশ্বর

নিহতের স্বজনদের অভিযোগ, এক লাখ টাকা যৌতুক দাবিতে রুবিনাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী মিলন হোসেন। এই দম্পতির ২ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ওয়েভ নামে একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে চাকরি করেন মিলন।

এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫৩
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫৪
 • ১২:০৭
 • ৪:৪৩
 • ৬:৫৩
 • ৮:১৮
 • ৫:১৮