রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত১, আহত-১
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে প্রধান সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (২৭) নিহত হয়েছে এবং তার ছোট ভাই আনোয়ার হোসেন (২৫) আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে উত্তরার পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আহত আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তারা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা হলেও দেলোয়ার দক্ষিণ খান এলাকায় থাকতেন এবং একটি বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে কর্মরত ছিলেন এবং আনোয়ার ডেমরা সারুলিয়া দক্ষিণ টেংরা লালশাহ মাজারের পাশে একটি বাসায় বসবাস করতেন। মঙ্গলবার রাতে বাবা আলাউদ্দিন এবং মা হামিরুন্নেসাকে পিকআপ ভ্যানে করে বাসার মালামালসহ তারা দুই ভাই গ্রামের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।