DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাবিপ্রবিতে চাঁদা দাবিতে সন্ত্রাসীদের হানা

Astha Desk
জুন ২৭, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাবিপ্রবিতে চাঁদা দাবিতে সন্ত্রাসীদের হানা

স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নির্মাণকাজে চাঁদার দাবীতে সশস্ত্র সন্ত্রাসীরা হানা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সিসি টিভি ফুটেজে দেখা যায় ও জানাযায়, ৮ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল ক্যাম্পাসে প্রবেশ করে ও সন্ত্রাসীরা তাঁদের মোবাইল ফোনও ছিনিয়ে নেয় এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সদস্যদের কাছ থেকে চাঁদা দাবি করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আতিয়ার রহমান বলেন, আগেও একাধিকবার সশস্ত্র ব্যক্তিরা ক্যাম্পাসে হানা দিয়েছে। এবার তাদের উপস্থিতি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা করেছি।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাঈদ উদ্দীন বলেন, চাঁদা দাবি ও কাজ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]