রামপুরায় ছাদের কার্নিশে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় এসআই দীঘিনালায় আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের এসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে রাত ৯টার আটক করা হয়েছে।
দীঘিনালা থানার ওসি মোঃ জাকারিয়া আজ রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, রোববার রাতে এসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে, ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ টিমকে সাথে নিয়ে রাতে আটক করে আন্তর্জাতিক অপরাধ ট্র্যইবুনাল।
ওসি বলেন, আটকের নেতৃত্ব দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার।
ওসি সংবাদ মাধ্যকে বলেন, ওইদিন তিনি ঘটনার সময় উপস্থিত থাকলেও গুলি করার বিষয়টি স্বীকার করেননি এবং পুলিশি পাহারায় চঞ্চলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।