DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রোশানকে নিয়ে বিস্ফোরক শ্রাবন্তীপুত্র!

DoinikAstha
জানুয়ারি ১৩, ২০২১ ৫:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:মায়ের প্রাক্তন স্বামী রোশন সিংহকে ইঙ্গিত করে তির ছুড়েছেন শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করতেই শুরু জল্পনা।

তিনি লিখেছেন, ‘এই পৃথিবীতে কিছু বুদ্ধিহীন বডিবিল্ডার আছে যারা তাদের শরীরের এতটাই বৃদ্ধি ঘটিয়েছে যে তাদের মস্তিষ্কেই আর কিছু নেই।’

এখানেই থেমে যাননি অভিমন্যু। তাঁর সংযোজন, ‘বাস্তবে তাদের ভদ্র ভাবে কথা বলার মতো ক্ষমতা নেই কারণ তারা সেই শিক্ষা নিয়ে বড় হয়নি।’

রোশন যে মস্ত বড় ‘জিম ফ্রিক’, সে কথা জানতে বাকি নেই কারও। শরীরচর্চার প্রতি ভালবাসা থেকে একটি জিমও খুলে ফেলেছেন তিনি। মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে দেখা যায় তার জিম সেশনের ঝলক। এই সূত্র ধরেই হিসাব মেলানোর চেষ্টা করেছেন অনেকে।

অনেকেই বলছেন, স্টোরিতে ‘বডি বিল্ডারস’, অর্থাৎ বহুবচনে লিখলেও আদপে অভিমন্যু এক জনকেই খোঁচা দিতে চেয়েছেন এই বার্তার মাধ্যমে। মায়ের প্রাক্তন স্বামী রোশন সিংহকে ইশারা করেই নাকি অভিমন্যু ছুড়েছেন কটাক্ষের তির।

কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে রোশন জানিয়েছিলেন শ্রাবন্তীর সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। অন্য দিকে, শ্রাবন্তীও নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিছু দিন আগেই নতুন ছবি ‘বিক্ষোভ’-এর একটি গানের শ্যুটিংয়ের জন্য উত্তরবঙ্গে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দু’জনের প্রচ্ছন্ন কাজিয়াও আপাতত স্থগিত।এবার প্রশ্ন, তা হলে রোশনের উপর কেন চটলেন অভিমন্যু? সেই প্রশ্নের উত্তর যদিও এখনও অজানা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।