DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই অক্টোবর ২০২৪
ঢাকাবুধবার ৯ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

DoinikAstha
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

এস,এম,স্বাধীন-শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী ) শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় বার ভবনে ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘণ্টার বিরতি শেষে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাত ৯ টার দিকে ফলাফল ঘোষণা হয়।

এবার নির্বাচনে সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম পেয়েছেন ১৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী এডভোকেট মোঃ আবু সাঈদ ভোট পেয়েছেন ১২৭ ভোট।

বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট অমিত ঘটক চৌধুরী ৯২ ভোট, সহ-সভাপতি এডভোকেট জালাল আহমেদ সবুজ-বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কবির হোসেন ১১৪ ভোট, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল হক হাওলাদার-বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত।

অর্থ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান ১১৭ ভোট,সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আসিফ হোসেন সেজান ১৩৫ ভোট, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোঃ খবির উদ্দিন ১২২ ভোট এবং অডিটর এডভোকেট বজলুর রহমান-বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।

৫ টি নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন (১)এডভোকেট রাশিদা মির্জা ১৩৯ ভোট, (২) এডভোকেট আজিজুর রহমান রোকন ১৩৮ভোট, (৩) এডভোকেট আসাদুল ইসলাম শুভ্র ১৩৫ ভোট, (৪) এডভোকেট দেলোয়ার হোসেন রাজু ১২৮ভোট, (৫) এডভোকেট মোঃ নজরুল ইসলাম ১২৩ভোট।

১৫ টি পদের মধ্যে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, বাকি ১২টি পদের ২৫০জন ভোটারের মাঝে ২৪ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১