DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শাবির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: আটক ২ শিক্ষার্থীকে বহিষ্কার

Astha Desk
জুন ২৪, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শাবির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: আটক ২ শিক্ষার্থীকে বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধিঃ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আটক দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের স্বাগত দাস (পার্থ) ও শান্ত তারা (আদনান)। তাঁরা ধর্ষণের ওই মামলায় আটক হয়ে চার দিনের রিমান্ডে রয়েছে।

শাবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া যায়। পরে শৃঙ্খলা কমিটি ওই দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করে। সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাঁদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সিন্ডিকেটে ক্যাম্পাসে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

প্রসঙ্গত, গত ২ মে শাবিপ্রবির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের ওই দুই ছাত্রের বিরুদ্ধে। এ বিষয়ে ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। এরপর ধর্ষণের ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের ওই দুই ছাত্র স্বাগত দাস (পার্থ) ও শান্ত তারাকে (আদনান) আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, ঈদের আগের রাতে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে তাঁকে অচেতন করে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা সেই ঘটনা ভিডিও করে নিয়মিত ব্ল্যাকমেল করছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।

ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে শান্ত ও স্বাগতকে আটক করে পুলিশ। পরদিন ভুক্তভোগী ছাত্রী সিলেট কোতোয়ালি থানায় তাঁদের দুজন, অজ্ঞাতনামা আরও তিনজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]