DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শিশু রিফাত হত্যা মামলা: একজনের যাবজ্জীবন

News Editor
অক্টোবর ৭, ২০২০ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

৫ বছর আগে পুরান ঢাকার লালবাগ থানা এলাকার ছয় বছরের শিশুশিক্ষার্থী হাবিবুর রহমান রিফাত হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও দুজনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের আদালত এই রায় ঘোষণা করেন।

দেলোয়ারের কত নেতা, আংগোরে মারি হালাইবো: নির্যাতিত নারী বাবা

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ মোল্লা জানান, চাঞ্চল্যকর এই মামলার কেস ডকেট (সিডি) রহস্যময় কারণে গায়েব করে দেয়ায় মামলাটির রায় বিলম্বিত হয়।

২০১৫ সালের ৯ জুন রিফাত নিখোঁজ হন। এরপর ওই দিন রাতেই লালবাগ থানায় একটি ডায়েরি করেন তার বাবা রফিকুল ইসলাম। পরদিন তার বাবার ফোনে অজ্ঞাতপরিচয় একজন ফোন দিয়ে তার ছেলেকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। গত পাঁচ বছর মামলাটি চলাকালে ৩৫ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]