DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা দেশ গড়ছে, বিএনপি দেশ ধ্বংসে মেতে ওঠেছে-কুজেন্দ্র লাল

Abdullah
নভেম্বর ৫, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা দেশ গড়ছে, বিএনপি দেশ ধ্বংসে মেতে ওঠেছে-কুজেন্দ্র লাল

স্টাফ রিপোর্টারঃ

দেশে গনতন্ত্র আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। দেশে গনতন্ত্র আছে বলেই পদ্মাসেতু নির্মাণ হচ্ছে,দক্ষিণাঞ্চলে ট্রেন যাচ্ছে, দেশে গনতন্ত্র আছে বলেই প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মিত হচ্ছে, প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে গতিশীলভাবে উন্নয়ন তরান্বিত হচ্ছে, আর বিরোধী দল রাজপথে নেমে অবরোধ বা হরতালের নামে অগ্নিসন্ত্রাস জ্বালাও পোড়াও করে দেশ ধ্বংস করছে।স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ।

আজ রবিবার (৫ নভেম্বর) খাগড়াছড়ি জেলার মহালছড়িতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মাণ হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, মাথাপিছু আয়, ঘরে ঘরে বিদ্যুৎসহ সার্বিক উন্নয়নের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রইজ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম প্রমূখ।

প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত দেশের ১শ ৮৬টি উপজেলায় ১৬শ’ কোটি টাকা ব্যয়ে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৫ কোটি টাকা ব্যয়ে এ মিনি স্টেডিয়ামটি নির্মাণ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরা। মিনি স্টেডিয়ামের পশ্চিম রাস্তার পাশে তিনতলা প্যাভিলিয়নসহ অফিস কক্ষ এবং দক্ষিণে ও পূর্বে দুটি গ্যালারি নির্মাণ করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১