DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৭ই ডিসেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ৭ই ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

সহিংসতা এড়াতে আওয়ামী লীগের কৌশলী অবস্থান

Online Incharge
অক্টোবর ২৭, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

সহিংসতা এড়াতে আওয়ামী লীগের কৌশলী অবস্থান

স্টাফ রিপোর্টারঃ

আগামীকাল ২৮ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করার পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা এড়াতে প্রবেশমুখে কৌশলে অবস্থান নেওয়ার প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলের নেতারা বলছেন, ওই দিন সকাল থেকে ঢাকার প্রবেশমুখে সতর্ক অবস্থান নেওয়ার কথা থাকলেও সহিংসতা এড়াতে কিছুটা কৌশলী অবস্থানে থাকবেন তাঁদের নেতা-কর্মীরা। একই দিনে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ থাকায় দুই পক্ষ যাতে মুখোমুখি না হয় সেদিকে খেয়াল রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুপুর ১২টা থেকে সমাবেশস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা বিরাজ করছে। বিএনপির নেতারা যদিও বলছেন, সমাবেশ শেষে তাঁরা ঘরে ফিরে যাবেন। কিন্তু এমন বক্তব্যে আস্থা রাখতে পারছেন না আওয়ামী লীগের নেতারা।

আওয়ামীলীগের একাধিক নেতা বলছেন, ২৮ অক্টোবর নিয়ে বিএনপির একেকজন নেতা একেক রকম কথা বলছেন। কেউ বলছেন, ওই দিন সরকারের পতন ঘটাতে অবস্থান নেবেন। আবার কেউ বলছেন, ঘরে ফিরে যাবেন।

আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি সমাবেশ শেষে ঢাকার রাস্তায় বসে যেতে পারে, এমনটা ধরে নিয়েই আওয়ামী লীগ তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, দল সহিংসতা করতে চায় না। এখন রাজনীতিতে সহিংসতা হলে তৃতীয় পক্ষ সুবিধা নেবে। তৃতীয় পক্ষ যাতে কোনো ধরনের সুযোগ না নিতে পারে, সে জন্য নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। আগ বাড়িয়ে বিএনপির মিছিলে কোনো ধরনের হামলা করতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতা-কর্মীদের।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে আওয়ামী লীগ থেকে কখনো আক্রমণ করা হবে না। তবে বিএনপি সহিংসতা করলে আওয়ামী লীগও বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরো পড়ুন :  বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি গায়ে পড়ে আমাদের ওপর আক্রমণ করতে আসে, তখন তো আমরা চুপচাপ বসে থাকব না। আমাদের কর্মীরা কি তখন শান্ত থাকবে? শান্তির সমাবেশে যদি হামলা হয়, তাহলে আমাদের কর্মীরা বসে থাকবে না। পাল্টা হামলা অবশ্যই হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১০
 • ১১:৫৩
 • ৩:৩৫
 • ৫:১৪
 • ৬:৩৩
 • ৬:২৭