DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পানছড়িতে পুলিশ ও বিএনপির আয়োজনে মতবিনিময় সভা

Ellias Hossain
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পানছড়িতে পুলিশ ও বিএনপির আয়োজনে মতবিনিময় সভা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

“সংঘাত নয়-শান্তি চাই” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায়
পানছড়ি থানা পুলিশ ও বিএনপির উদ্যেগে এ মতবিনিময় পানছড়ি রেইনবো রেষ্টুরেন্টে এ সভায় অনুষ্ঠিত হয়।

পানছড়ি থানার ওসি মোঃ শফিউল আজম এর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী।

থানার এস আই অনিক কুমার দে সঞ্চালিত সভায় আরও বক্তব্য রাখেন, ৩নং পানছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিত মনি চাকমা, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।

অপর দিকে দুপুর ২ টায় টিএন্ডটি টিলার শান্তি চাকমা কার্বারীর বাড়িতে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম এর সভাপতিত্বে আরো একটি মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী।

থানার এস আই অনিক কুমার দে সঞ্চালিত সভায় আরও বক্তব্য রাখেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্ঞান প্রতাপ তালুকদার, ৩নং পানছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিত মনি চাকমা।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতির কারনে আজকের এই সম্প্রীতি সভা। আজকের এই সভা থেকে আমরা প্রতিজ্ঞা করবো পাহাড়ি বাঙ্গালী বিদাবেত ভুলে গিয়ে বাংলাদেশী ভাই ভাই হিসাবে বসবাস করবো। কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না। দীর্ঘ কাল থেকে আমরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে আসছি। এই ধারা সব সময় অটুট রাখতে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২
  • ১১:৪৯
  • ৩:৫৯
  • ৫:৪১
  • ৬:৫৪
  • ৫:৫৩