DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সৌরভ গাঙ্গুলীর সাবেক প্রেমিকা নাগমার পুরনো ভিডিও ভাইরাল!

News Editor
অক্টোবর ২৮, ২০২০ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

জোর গুঞ্জন শোনা যায় এক সময়ে সৌরভ গাঙ্গুলির সঙ্গে গোপন মন দেওয়া-নেওয়া হয়েছিল নাগমার। এখন সে কথা শুধু বাতাসেই ভাসে। দাদা নিজের জীবনে ক্যারিয়ার ও পরিবারকে প্রায়োরিটি দিয়ে নাগমাকে পিছনে ছেড়ে চলে এসেছেন- আর এই কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন স্বয়ং নাগমাই। তিনি জানিয়েছিলেন দুজনেই নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিয়ে জীবনের ক্ষণস্থায়ীকে রোমান্সকে বিদায় করে দিয়েছিলেন। সেই দাদা-র একসময়ের ক্রাশ নাগমার একটি ভোজপুরি গানের একটি ভিডিও এই মুহূর্তে সুপার ভাইরাল।

এমনিতেই সারা ভারতে ভোজপুরি ফিল্ম ইন্ড্রাস্ট্রির একটি বড় ভক্তশ্রেণী রয়েছে। এই মুহূর্তে রবি কিষণ ও নাগমা অভিনীত একটি পুরনো গান ভাইরাল হয়েছে। হঠাৎই বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে।

সেলুলয়েডে সুপারহিট জুটি রবি কিষণ ও নগমার নাচের ঠুমকা। দুজনেই সিনেমায় ক্যারিয়ার শুরু করেছিলেন। সেইজন্যে এই ২ জনের কেমিস্ট্রিও দারুণ৷ এই মুহূর্তে অবশ্য ফিলমি ক্যারিয়ার ছেড়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন।

আমি জানতাম না ভাইব্রেটর জিনিসটা আসলে কী: কিয়ারা

কিন্তু দুই তারকার সুপারহিট ভোজপুরি গানে নাচ চমৎকার ভাবে মন কাড়ছে সকলেরই। ২০০৫ সালে ভোজপুরি সিনেমা পণ্ডিত জী বতাই না বিয়াহ কব হোই’ তে গান ছিল ‘লহঙ্গা উঠা দে রিমোট সে’৷

ইউটিউবে দুরন্ত গতিতে ভাইরাল হয়ে উঠেছে পুরনো এই ভিডিও। বর্তমানে এই ভিডিওটির ভিউ হয়েছে ৫৮ লক্ষ। রবি কিষণকে ভোজপুরি ফিলম ইন্ডাস্ট্রির শাহরুখ খান বলা হয়। ২০১৯ থেকে গোরক্ষপুর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছেন রবি কিষণ। অন্যদিকে দক্ষিণী রাজনীতির আঙিনায় পা রেখেছেন একসময়ের লাস্যময়ী অভিনেত্রী নাগমা।

এই ভিডিওতে একেবারে ভোজপুরি স্টাইলে তুফান মাতিয়েছেন বর্তমানের দুই রাজনীতিবিদ।  তবে ভক্তরা এই রাজনীতিবিদদের না চিনতে চেয়ে একেবারে নিজেদের প্রিয় অভিনেত্রী ও অভিনেতার কেমিস্ট্রিতে বুঁদ হয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।