DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১লা মে ২০২৪
ঢাকাবুধবার ১লা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আটকে যাচ্ছে বাইডেন সরকার!?

Abdullah
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আটকে যাচ্ছে বাইডেন সরকার!?

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাট সরকারের বাজেট পাস নিয়ে সংশয় দেখা দিয়েছে।

স্থানীয় সময় আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) এর মধ্যে বাজেট পাস না হলে ব্যয় নির্বাহ নিয়ে সংকটে পড়বে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার।এতে অর্থাভাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সামরিক, পরিবহণ ও বিচার বিভাগের মতো অনেক শাখাই স্থবির হয়ে যেতে পারে। সূত্র-এএফপি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে,
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাট সরকারের বাজেট পাস নিয়ে সংশয় দেখা দিয়েছে। এতে বলা হয়, আইনপ্রণেতারা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে শনিবার মধ্যরাত থেকে সরকারের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো অকার্যকর হয়ে পড়বে।

হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের পরিচালক শালান্দা ইয়ং বলেন, শাটডাউন এড়ানোর এখনও সুযোগ আছে। তবে এর জন্য রিপাবলিকানদের অভ্যন্তরীণ বিরোধ মেটানো প্রয়োজন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের জন্য মার্কিন কংগ্রেস বাজেট পাসে ব্যর্থ হলে শাটডাউন শুরু হতে পারে। এতে কোনো ধরনের আর্থিক প্রণোদনা ছাড়াই চাকরিচ্যুত হতে পারেন কয়েক লাখ কর্মচারী।

মার্কিন সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সচল রাখতে স্থানীয় সময় শুক্রবার স্বল্পমেয়াদি তহবিল বিল পাসের চেষ্টা হয়েছিল পার্লামেন্টের নিম্নকক্ষে। তবে সেখানে রিপাবলিকানদের আপত্তিতে বিলটি অনুমোদন পায়নি। চূড়ান্ত পর্বে বিলের বিপক্ষে ২৩২ এবং পক্ষে ১৯৮টি ভোট পড়ে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪