DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায়  পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড,আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট 

DoinikAstha
এপ্রিল ৭, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ বুধবার ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার জামগড়া আশুলিয়ায় নীট ওয়্যার পোশাক কারখানায় আগুন লাগে। এ দুরঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি। শমীর প্লাজার ৭ম তলায় পোশাক নীটওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভারের আরও একটি ইউনিট সংযুক্ত করা হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে ভিতর থেকে ধোঁয়ার কুন্ডলি বের হচ্ছে এখনও। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিকেল ৫ টায় কারখানা ছুটি হয়। আর ৭টার দিকে কারখানাটিতে আগুন লাগে। তাই কোন হতাহতের ঘটনা ঘটে নি। তার পরেও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭