DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কলকাতার দায়িত্ব ছাড়লেন কার্তিক, নতুন অধিনায়ক মরগান

News Editor
অক্টোবর ১৬, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছাড়লেন দিনেশ কার্তিক। তার পরিবর্তে কলকাতার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলনেতা ইয়ান মরগান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৩তম আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না দীনেশ কার্তিক। তার পারফরম্যান্সের প্রভাব দলের ওপরও পড়েছে। যে কারণে স্বেচ্ছায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন দীনেশ কার্তিক।

কার্তিকের নেতৃত্ব ছাড়ার ব্যাপারে কলকাতার প্রধান নির্বাহী বেঙ্কি মাইসুর বলেছেন, ‘আমরা খুব ভাগ্যবান, কার্তিকের মতো অধিনায়ক পেয়েছি, যার কাছে দলই সবার আগে। অনেক সাহস থাকলেই কেবল কারও পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’

কলকাতার দায়িত্ব ছাড়লেন কার্তিক, নতুন অধিনায়ক মরগান

তবে কার্তিকের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় দল অবাক হয়েছে বলেও জানান মাইসুর। বলেন, ‘আমরা তার সিদ্ধান্তে বিস্মিত, যদিও তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।’

কার্তিকে অধীনে চলমান আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট অর্জন করেছে কলকাতা। বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে রয়েছে কলকাতা।

মরগানের হাতে দায়িত্ব তুলে দিতে পেরে খুশি কলকাতার মাইসুর। বলেন, ‘আমরা মরগানকে নিয়েও ভাগ্যবান, ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, এতদিন সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। প্রতিযোগিতার বাকি অংশে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কার্তিক-মরগান একত্রে কাজ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪