DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কার্পাসডাঙ্গার বেপরোয়া শামসুল কাজী : পড়াচ্ছে বাল্য বিয়ে, বাড়ছে বিয়ে বিচ্ছেদের ঘটনা

DoinikAstha
মে ২১, ২০২১ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতনিধিঃ বাল্য বিবাহ “শব্দটা” বাংলাদেশে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে কত প্রাণ অকালে ঝড়ে পড়ছে তার সঠিক হিসেব কি কেউ রাখছে বা নিচ্ছে? বলা হয় অপুষ্টি বা জরায়ু ক্যান্সার বা কঠিন কোন অসুখে পড়ে মারা গেছে। অশিক্ষিত পরিবারে কন্যা সন্তান জন্ম নেয়াটাই যেন পাপ।

পিতামাতা শুধু এ কথাটাই ভাবেন, মেয়েটা কখন একটু বড় হবে? বিয়েটা দিতে পারলেই যেন বাঁচেন। একটি অসুস্থ প্রতিযোগীতার মতো চলছে ব্যাপারটি। সরকারীভাবে বহু সচেতনতা ও শাস্তির বিধান থাকলেও শামসুল কাজীদের মত লোকদের কারণে সরকারের সে সব কর্ম কান্কেড ব্যার্থ হয় অনেকাংশে।

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের কাজী জামায়াত-শিবির ক্যাডার ও ইতিপূর্বে ভ্রাম্যমান আদালতে দোষী সাবস্ত হওয়া শামসুল কাজী দিনের পর দিন বাল্যদিয়ে পড়িয়েই চলেছে।

আইনের চোখ ফাঁকি দিয়ে মোটা অংকে টাকার বিনিমেয় রাতের আঁধারে অসাধু কাজী শামসুল দিনের পর দিন বাল্যদিয়ে পড়িয়ে চলেছে।

মোটা অংকের টাকার বিনিময়ে বাল্যবিয়ে পড়িয়ে নিজে অর্থ উপাযন করে অর্থ শালী হলেও প্রতিনিয়ত ঘটছে বিবাহ বিচ্ছেদ, অকালে ঝরে যাচ্ছে একর পর শিশু কন্যার জীবন। বর্তমান সময়ে কার্পাসডাঙ্গা ইউনিয়নে ৮০ শতাংশ তালাকের ঘটনা ঘটছে শামসুল কাজী’র বাল্যবিবাহর কারনে স্ত্রী কর্তৃক।

স্বপ্নগুলো সত্য হয়ে উঠতে না উঠতেই খানখান হয়ে যাচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে অনেকে জানান দামুডহুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুরিয়া গ্রামের ভূমিখেকো অরফে চিটার নামে বিখ্যাত লুৎফর টেংরা। তার ছেলে অসাধু কাজী শামসুল। রেজিষ্ট্রার ছাড়ায় ১০, ১২,১৪,১৬, থেকে সকল অপ্রাপ্ত বয়স্ক দের বিয়ে পড়িয়ে থাকে মোটা অংকের টাকার বিনিময়ে।

এই বাল্যবিবাহ পড়ানোর কারণে ইতিপূর্বে দামুডহুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: ফরিদ উদ্দীন ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং জীবনে এমন ভুল করবে না বলে শিকার করেন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই প্রশাসনকে বিদ্ধা আঙ্গুল দেখিয়ে বাল্যবিবাহ সহ অনেক অপকর্ম করে বেড়াচ্ছেন ভন্ড শামসুল কাজী। যার কারণে অকালে ঝরে পড়ছে শত শত স্কুল ছাত্রীর প্রাণ।

নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক শিক্ষার্থ ীর জীবন, করোনাকালিন সময়ে ঘটেছে বেশ কিছু তালাকের ঘটনা। যার বেশির ভাগই বাল্যবিবাহ কারণে। শামসুল কাজী’র বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬