DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কুসিক উপনির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করলেন ৪ জন

Habibur Rahman Monna
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,কুমিল্লা।। 
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ । নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা সকাল ১১ টা থেকে ৪ জন মেয়র পদের জন্য মনোনয়ন পত্র জমা দান করেন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনাকে আওয়ামী লীগের একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের নিকট  মনোনয়ন পত্র জমা দিয়েছেন ডাক্তার তাহসিন বাহার সূচনা । এসময় নারী নেত্রী মিসেস মেহেরুন্নেসা বাহার,  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম,   ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান,  সদর উপজেলা চেয়ারম্যান এড. মো আমিনুল ইসলাম টুটুল সহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দিয়েছেন কুমিল্লা  দু’বারের সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়ন পত্র জমা দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ, হাজী আবদুস সালাম মাসুক ।
 কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক সেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার। তিনি  জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিন এর শ্যালক।
এছাড়াও  মনোনয়ন পত্র জমা দেন কুমিল্লা মহানগর আওয়াামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।
কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের রিটার্নিং কমকর্তা মোঃ ফরহাদ হোসেন জানান, এখন পর্যন্ত  ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।এর মধ্যে  মোট  ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।
উল্লেখ্য  ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিটি মেয়র আরফানুল হক  রিফাত। এরপর থেকে কুসিকের মেয়র পদটি শূন্য হয়ে যায়।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে হবে।
দৈনিক আস্থা /মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪