DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের চিলমারীতে মজুরীর দাবীতে শ্রমিকদের মানববন্ধন

News Editor
ফেব্রুয়ারি ২২, ২০২১ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে মজুরীর দাবীতে শ্রমিকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হত দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের ১০দিনের মজুরী আদায়ের দাবীতে মানববন্ধন করেছে সুবিধাভোগী শ্রমিকরা। সোমবার (২২শে ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ইজিপিপি প্রকল্পের সুবিধাভোগী শ্রমিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা ৪০ দিনের কর্মসূচীর মধ্যে ৩০ কর্মদিবস কাজ করিয়ে প্রকল্প বন্ধ করায় বাকী ১০দিনের মজুরীর দাবী জানায়। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিকদের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মোঃ নুরুল আমিন, সুশিল চন্দ্র,আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, তসলিম উদ্দিন, রমিচা বেগম, মাজেদা বেগম, মিনতিবালা প্রমুখ।

জানাগেছে ২০২০-২১ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের আওতায় উপজেলার ৬ ইউনিয়নে মোট ১ হাজার ৯৯৬ জন শ্রমিক জনপ্রতি প্রতিদিন ২’শ টাকা হারে ৪০দিনে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা মজুরী পাওয়ার কথা। সেখানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও ইউনিয়ন পরিষদ সমুহের অবহেলায় মেয়াদ উত্তীর্ন হয়ে ১ হাজার ৯৯৬ শ্রমিকের ১০ দিনের মজুরী প্রায় ৪০লাখ টাকা ফেরত যায়। ফলে শ্রমিকগণ ১০দিনে জনপ্রতি প্রায় ২ হাজার করে টাকা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ থেকে তালিকাগুলো দেরিতে দেয়ায় আমরা যথাসময়ে প্রকল্প অনুমোদন দিতে পারিনি বিধায় শ্রমিকরা ৪০ দিনের কাজ শেষ করতে পারেনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৪০
  • ৮:০৩
  • ৫:১৩