DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে শান্তিপূর্ন ভাবে চলছে ভোট গ্রহণ

DoinikAstha
জানুয়ারি ১৬, ২০২১ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে শান্তি পূর্নভাবে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে ভোটাররা কেন্দ্রে ভোট দেওয়া শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে ভোটারের লাইন। ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশী। ভোট কেন্দ্রগুলোতে নতুন ভোটাররা ব্যাপক উৎসব নিয়ে ভোট আসছে।
দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মোট ১৮টি কেন্দ্রে ভোটার এবার ৩৭হাজার ৮৭জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০হাজার ৩৫১জন ও নারী ভোটার ১৬হাজার ৭শ ৩৬জন ভোট দিবে।সাধারণ ভোটাররা জানান, ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। আশা করি যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারব। পৌর এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে যোগ্যপ্রার্থী মনোনীত করতে পারবো।’
জীবনের প্রথম দিয়েছে নবীন ভোটার প্রয়া খীসা জানান, আমি নতুন ভোটার হয়েছি জীবনের প্রথম ভোট দিতে আসছি কেন্দ্রে। আধুনিক পদ্ধতি ইভিএম মেশিনে ভোট দিয়েছি। প্রথম ভোট দিতে পেরে খুশি আমি।
এরই মধ্যে নির্বাচনে ভোট দিয়েছে তিন মেয়র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম ভোট দিয়েছে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে , নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী ভোট দিয়েছে খাগড়াছড়ি মহিলা কলেজ ভোট কেন্দ্রে এবং ধানের শীর্ষ প্রার্থী ইব্রাহিম খলিল খাগড়াপুর কেন্দ্রে ভোট দিয়েছে।
সরেজমিনে জেলা সদরের সরকারি শিশু প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র গিয়ে দেখা যায় , সকাল ৮টা থেকে ভোট গ্রহণের কথা থাকলেও এর আগ থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়ন রয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫শ পুলিশ সদস্য, স্ট্রাইকিং পোর্স হিসেবে আছে বিজিবি ও র‌্যাব।
খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ জাকির হোসেন জানান, সকাল ৮টার আগ থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে আসা শুরু করে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলছে। আশা করি ৪টার মধ্যে ভোট গ্রহণ শেষ হবে। ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহন। এখনও কোন সমস্যা দেখা যায়নি। ’
নির্বাচনের রির্টানিং কর্মকর্তা রাজু আহমেদ জানান, প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনে কোন যান্ত্রিক ক্রুটি তৈরি হয়নি। এছাড়া বাড়তি ইভিএম মেশিন রাখা হয়েছে । কোথাও ইভিএম মেশিনে ক্রটি দেখা গেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।
এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আ’লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও সতন্ত্র প্রার্থীসহ ৪জন মেয়র পদে এবং কাউন্সিলর পদে ৫৪জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬