DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গানে গানেই থাকতে চায় তন্ময়

DoinikAstha
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিয়াম সরকার জানঃ তরুণ কম্পোজার তন্ময় মাহবুবুল। মিউজিক কম্পোজিশনে অর্জন করেছেন বেশ জনপ্রিয়তা। বিশেষ করে, ইমরানের সাথে কাজ করে। চলুন কিছু গল্প কথা হয়ে যাক। সাথেই থাকুন।

জানঃ কেমন আছেন আপনি?

তন্ময়ঃ আছি ভালোই। আপনি কেমন আছেন?

জানঃ আছি। দিনকাল কেমন চলছে আপনার? কাজের কী খবর?

তন্ময়ঃ দিনকাল আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় ভালোই চলছে। কাজের মধ্যে দিয়েই যাচ্ছে সময়।

জানঃ নতুন কাজ কী কী করলেন?

তন্ময়ঃ নতুন কাজ করেছি বেশ কিছু। সামনে বের হবে। বিশেষভাবে বলতে গেলে প্রাণের বাংলাদেশ শিরোনামে একটি গানের কাজ করেছি। গানটি লিখেছেন জসিম উদ্দিন। মিউজিক কম্পোজিশন আমার৷ গেয়েছি আমি ও শ্রাবনী সায়ন্তনী, ঈষিকা, অনিন্দিতা ও আরও কয়েকজন। শিঘ্রই এস এম বি’র ব্যানারে আসতে যাচ্ছে গানটি। আরও কিছু গানও আসছে একই ব্যানারে।

জানঃ গান বাজনা করছেন পারিবারিক কোনো চাপ আছে কী?

তন্ময়ঃ একদমই না। দে আর সাপোর্টিভ।

জানঃ ওকে। আপনি কম্পোজার হবার স্বপ্ন দেখলেন কী করে?

তন্ময়ঃ আমি কিবোর্ড বাজাতে খুব ভালোবাসতাম। গানের প্রতি একটা ঝোঁক ছিলো আগে থেকেই। এভাবেই আসলে হয়ে গেছে।

জানঃ হুম। আগামী দশ বছর নিজেকে কোথায় দেখতে চান?

তন্ময়ঃ একজন নামকরা মিউজিক ডিরেক্টর হিসেবে দেখতে চাই। গানে গানেই বেঁচে থাকতে চাই।

জানঃ খুব ভালো। দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো আপনার?

তন্ময়ঃ খুবই ভালো। বিশেষ করে আপনাকে খুবই ভালো লেগেছে। এমন সুযোগ করে দেয়ার জন্য আপনাকে ও দৈনিক আস্থা’কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

জানঃ আপনাকেও। ভালো থাকবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।