DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গ্রিন লাইন বাস চাপায় পা হারানো রাসেলের ক্ষতিপূরণের রায় আজ

News Editor
অক্টোবর ১, ২০২০ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে হাইকোর্টের চূড়ান্ত রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

এর আগে, গত মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রাইভেটকার চালক রাসেল সরকারের বাম পা ২০১৮ সালের ২৮ এপ্রিলে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাবেক এমপি (বর্তমানে কৃষকলীগের সাধারণ সম্পাদক) অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট আবেদন করেন।

এ বিষয়ে ওই বছরের ১৪ মে রুল জারি করেন হাইকোর্ট। এতে কেন রাসেলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। পরে এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এক আদেশে রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। প্রতি মাসে ৫ লাখ টাকা করে দিতে বলা হয়। এ নির্দেশের পর এ পর্যন্ত সাড়ে ১৩ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকোর ওপর যুক্তরাজ্য-কানাডার নিষেধাজ্ঞা

গত ১২ মার্চ হাইকোর্ট এক আদেশে দুই সপ্তাহের মধ্যে রাসেলকে ৫০ লাখ টাকা দিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একইসঙ্গে প্রয়োজন হলে তার পায়ে অস্ত্রোপচার এবং কাটা পড়া বাঁ পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচ দিতে ওই পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। এর অগ্রগতি হলফনামা আকারে ৩১ মার্চের মধ্যে আদালতে দাখিল করতেও বলা হয়।

তবে গ্রিন লাইন পরিবহন আপিল বিভাগে হাইকোর্টের ১২ মার্চের আদেশের বিরুদ্ধে আবেদন করে, যা ৩১ মার্চ খারিজ হয়। এতে হাইকোর্টের আদেশ বহাল থাকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]