DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১লা মে ২০২৪
ঢাকাবুধবার ১লা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে সৌদির সাথে মিল রেখে অর্ধশত পরিবারের ঈদুল আজহা উদযাপন

Astha Desk
জুলাই ১০, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯জুলাই) সকাল পৌনে ৮টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামে দারুস সু-ন্নাহ ঈদগা ময়দানে আহালে হাদীস অনুসারিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা নিজ নিজ বাড়িতে পশু কোরবানি করেন।

জানাগেছে, মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের কিছু মুসল্লী তাদের পূর্ব পুরুষ থেকেই সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। বর্তমানে ঐ গ্রামের প্রায় অর্ধশত পরিবার সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

দারুস সু-ন্নাহ ঈদগা ও মসজিদ কমিটির সভাপতি মো. রিপন হাওলাদার জানায়, তার তাদের বাবা-দাদা থেকেই সৌদির সাথে মিলিয়ে ঈদ উদযাপন করনে। তবে তারা কোন ভিন্ন গোত্রের নয় বলেও তিনি দাবী করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জালাল আহম্মেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। তারা প্রতিবছর সৌদির সাথে মিলে ঈদ উদযাপন করে। তাদের নামাজ আমাদের থেকে কিছুটা ভিন্নতাও রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪