DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন প্রকল্পের অবহিতকরণ সভা

Abdullah
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন প্রকল্পের অবহিতকরণ সভা

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 

উন্নতমানের স্যানিটেশন, টিউবওয়েল, বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনব্যাপী জলবায়ু সংকটে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পূর্ণবাসন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)”র অর্থায়নে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল(এনআরসি)”র বাস্তাবায়নে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) ফিল্ড ফেসিলিটেটর জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) প্রোগ্রাম ডিরেক্টর আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ রোকুনুজ্জামান, ইউপি সচিব শামছুল আলম, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল কবির মুন্না, সমাজসেবক আব্দুল করিম, ইউপি সদস্য মোশারফ ফরাজী, আব্দুর রউফ,জামাল উদ্দিন, মোঃমাসুদ,আহসান উদ্দিন,আব্দুল হামিদ, শাহজাহান, মনির উদ্দিন, মোঃহাসান, জোছনা রায়,শেফালী বেগম, প্রজেক্ট ম্যানেজার কামরুজ্জামান, ডাঃ প্রিয়াংকা চাকমা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সোহেল রানা, ফিল্ড ফেসিলিটেটর নির্মল বাড়ৈ, সৃজন চাকমা প্রমুখ

 

এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) প্রোগ্রাম ডিরেক্টর আশিকুর রহমান বলেন, গত বছর স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের যে সমস্ত উপজেলার ইউনিয়নগুলো বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সেই এলাকার ক্ষতিগ্রস্থ মানুষজনকে স্বাবলম্বী করতে ইরা সংস্থার মাধ্যমে উন্নতমানের স্যানিটেশন, টিউবওয়েল, বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য তিনি উপস্থিত ইউনিয়ন পরিষদেও সকল সদস্যরা তাদেও স্ব স্ব ওয়ার্ডের জনগনকে সচেতন করতে কাজ কওে যাওয়ার পরামর্শ প্রদান করেন। এই সংস্থাটি এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে আগামী একবছর উন্নয়নমূলক কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬