DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২১শে মে ২০২৪
ঢাকামঙ্গলবার ২১শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

Abdullah
জুলাই ২৬, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দায় নানান কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৬ জুলাই এইদিনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন সাত মুক্তিযোদ্ধা। পরে তাদেরকে লেংগুড়া ইউপির ভারতের সীমানা ঘেঁষে ফুলবাড়ী নামকস্থানে সমাহিত করা হয়।

 

দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে নাজিরপুর স্মৃতিসৌধে ও লেংগুরা সাত শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে লেংগুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন নেত্রকোনার আবদুল আজিজ ও মোঃ ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মোঃ ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মোঃ নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মোঃ জামাল উদ্দিন। তাদের মরদেহ লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ১১৭২ নম্বর পিলারের কাছে সমাহিত করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৪০
  • ৮:০৩
  • ৫:১৩