DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ১৬ দিন পর শিক্ষার্থী অর্ধগলিত লাশ উদ্ধার

Abdullah
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিখোঁজের ১৬ দিন পর শিক্ষার্থী অর্ধগলিত লাশ উদ্ধার

 

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৬ দিন পর শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাইস আহমেদ। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বের হোসেনের ছেলে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোহালী ইউনিয়নের সাপমারি এলাকায় ডুবে যাওয়া স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তার নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। স্থানীয় আনোয়ারমারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন নাইস।

প্রত্যক্ষদর্শীরা বলেন, তিস্তা নদীর কিনারায় লাশ ভেসে আসা দেখতে নিখোঁজের পরিবার ও পুলিশকে খবর দিলে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ এসে লাশটি শনাক্তের পর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, আমরা একটি লাশটির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ভেসে ওঠা মরদেহ নিখোঁজ নাইস আহমেদের বলে পরিবারের লোকজন শনাক্ত করেন।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১ টার দিকে তিস্তা নদীতে ৬ বন্ধু গোসল করতে নেমে নদীর পানির স্রোতে তলিয়ে যেতে থাকেন। এদের মধ্যে ১ জন সাঁতরে পাড়ে উঠলেও বাকি ৫ বন্ধু স্রোতের টানে তলিয়ে যেতে ধরেন। এসময় ঘটনাস্থলে থাকা লোকজন নৌকা দিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও অন্য দুইজন নিখোঁজ হন। তারা দুজনেই এসএইচসি পরীক্ষার্থী। নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ডুবে যাওয়া স্থান থেকে ৫ কিলোমিটার দূরে মুন্না আহমেদ (১৮) নামে ১ জনের লাশ ভেসে ওঠে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬