DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের নড়াগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবটপ চুরি

News Editor
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবটপ চুরি

মোঃ হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী থানার দি-পাটনা একাডেমী হাই স্কুলে দুটি ল্যাবটপ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ২০ ফেব্রুয়ারী (শনিবার) ওই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দাশ (৫২) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামী করে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহার নম্বর ২৪৩, ধারা ৪৫৭/৩৮০, পেনাল কোড- ১৮৬০।

এজাহার সুত্রে জানা যায়, ১৮ফেব্রেুয়ারী বিকালে নড়াগাতী থানার টোনা গ্রামের নুরইসলাম খন্দকারের মেয়ে ও ওই বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর আনিকা খন্দকার (২৬) বিদ্যালয়ের আনুসাঙ্গিক কার্যক্রম শেষ করে দি-পাটনা একাডেমীর শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ২য় তলার কক্ষ তালাবদ্ধ করে রেখে যান। অতঃপর ২০ফেব্রেুয়ারী সকাল ১০টায় ওই অপারেটর ডিজিটাল ল্যাবের ২য় তলার কক্ষে গিয়ে পূর্ব পাশের জানালার কপাট খোলা এবং টেবিলের ওপর রাখা দুইটি কোর-১৩ ডুয়েল ল্যাবটপ, (মডেল নং-এস ১৫৬১, আনুমানিক মূল্য এক লক্ষ ছয় হাজার টাকা) না দেখতে পেয়ে সকলকে অবগত করেন।

এ বিষয়ে দি-পাটনা একাডেমীর প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বলেন, দুটি ল্যাবটপ খোয়া যাওয়ার বিষয়টি আমি স্কুলে অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে নড়াগাতী থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা দায়ের করেছি। এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খাতুন বলেন, দি-পাটনা একাডেমীর কম্পিউটার চুরির বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। চুরি হওয়া কম্পিউটার উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৪০
  • ৮:০৩
  • ৫:১৩