পাঁচবিবিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল টূর্ণামেন্ট
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ম্যাচে জেলা প্রশাসক বনাম পাঁচবিবি পৌরসভা ফুটবল দল অংশ গ্রহন করেন।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জয়পুরহাট জেলা প্রশাসকের উদ্যোগে পাঁচবিবি পৌরসভার আয়োজনে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রিড়া সংস্থার সাঃ সম্পাদক মোরশেদ আলম লেবু, পাঁচবিবি উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এটিএম জাহিদুল রহমান রানা ও যুগ্ন-সম্পাদক মোজ্জাফর রহমান রানা প্রমূখ।
খেলায় জেলা প্রশাসক দল (১-০) গোলে পৌরসভা ফুটবল দলকে পরাজিত করে। খেলা শুরুর আগে একটি মাদক বিরোধী র্যালিতে অতিথিদের অংশ গ্রহনে পৌর শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।