DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকায় প্রাণ গেল কাঠমিস্ত্রির

Abdullah
জুন ২৩, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

পাওনা টাকায় প্রাণ গেল কাঠমিস্ত্রির

 

আস্থা ডেস্কঃ

চায়ের দোকানের ৩শ টাকা নিয়ে মারামারিতে করে একজন নিহত হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) দুপুরে কোটচাঁদপুরের সারুটিয়া টেকের হাট বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিহত কাঠমিস্ত্রী আরজান মন্ডলের (৪৫)।

 

প্রত্যক্ষদর্শী আছির উদ্দিন বলেন, আরজান গেল ৩ বছর ধরে আমার কাঠের গোলায় কাঠমিস্ত্রির কাজ করেন। আজ সকাল ১০ টার সময় গোলার পাশের আবু তালেবের চায়ের দোকানে চা খেতে যান আরজান মন্ডল (৪৫)। এ সময় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের মধ্যে মারামারি থেকে সরিয়ে দুই জনকে দুই দিকে পাঠিয়ে দেন।

 

তিনি আরও বলেন, এরপর তাকে নিয়ে আমি কাঠের গোলায় ফিরে আসি। এর কিছুক্ষন পর বুকে ব্যাথার কথা আরজান আমাকে জানায়। আরো অসুস্থ্যতা বোধ হয় তার। সে সময় তাকে দ্রুত কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই সময় কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন।

 

আরজান মন্ডলসে কোটচাঁদপুরের রুদ্রপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। আর চায়ের দোকানদার আবু তালেবের ছিলেন, সারুটিয়া টেকের হাট বাজার এলাকার শহর আলীর ছেলে। ৩ শ টাকা নিয়ে গোলযোগ চায়ের দোকানদার আবু তালেবের সঙ্গে কাঠমিস্ত্রি আরজান মন্ডলের কাছে। আর ওই টাকা নিয়েই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, আরজানকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর লম্বা শ্বাস চলছিল। অবস্থা খারাপের দিকে ছিল। এ অবস্থা দেখে তাকে বেশ কিছুক্ষন সিপিআর ও দেয়া হয়। তবে তাতে কোন লাভ হয়নি। পরে সে মারা যায়।

 

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস বলেন, চায়ের দোকান ৩শ টাকা পেতেন আরজানের কাছে। এটা নিয়ে ধস্তাধস্তি, মারামারির ঘটনা ঘটে। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর তার মৃত্যু হয়েছে। মারামারি ঘটনা, তবে ময়নাতদন্তের পর বলা সম্ভব মৃত্যুর প্রকৃত কারন।

আরো পড়ুন :  ওয়ালী নেওয়াজ খান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়; নেই তদন্তের ফল

 

তিনি আরও বলেন, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন। এখনো পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ বা মামলা করেনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬