শিরোনাম:
পাকিস্তানে ইরানের সামরিক বাহিনী অভিযান!
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অভিযান চালিয়েছে ইরানের সামরিক বাহিনী রেভুলিউশনারি গার্ডস, আইআরজিসি। এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সি।
তেহরানের দাবি, দুই সামরিক কর্মকর্তাকেই নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সফল হয়েছে রেভুলিউশনারি গার্ডস। ২০১৮ সালের ১৬ অক্টোবর পাকিস্তান-ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে ১২ জন রেভুলিউশনারি গার্ডসের সীমান্তরক্ষীকে অপহরণ করে জাইশ আল আদলের জঙ্গিরা।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই দফায় অভিযান চালিয়ে আরও ৯ সদস্যকে পাকিস্তান থেকে মুক্ত করে ইরানের সামরিক বাহিনী। বেশ কয়েক বছর ধরেই ইরানের সুন্নি মুসলিমদের সমর্থনে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়াচ্ছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জাইশ আল আদল।



















