DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পাবনার লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু,ছেলে আটক

DoinikAstha
মে ৯, ২০২১ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় লাঠির আঘাতে আহেজ প্রাং (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ছেলে আব্দুর রহিমকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৮ মে) দুপুরে রাজধানী থেকে আতাইকুলা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে রাত ৮ টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিহত আহেজ আতাইকুলা থানার হরিপুর রতনপুন গ্রামের মৃত ইমারত প্রামানিকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আহেজ অভাবের কারণে ছেলে রহিমের কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন। ২২ এপ্রিল রাত ৯টার দিকে রহিম বাবার কাছ থেকে ধারের টাকা ফেরত চান। বাবা টাকা ফেরত দিতে না পারায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিম বাঁশের গোড়া দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে।

আঘাত পেয়ে বাবা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে  রামেক হাসপাতালে রেফার করে। রাজশাহী নেওয়ার পথে রাত ৩টার দিকে তিনি মারা যান। আতাইকুলা থানা পুলিশ ভোরে বৃদ্ধ আহেজের মরদেহ উদ্ধার করে। তখন থেকেই ছেলে রহিম পলাতক ছিল।

এ ব্যাপারে নিহতের ভাই আব্দুল আউয়াল বাদী হয়ে আতাইকুলা থানায় পরেরদিন শুক্রবার (২৩) দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকার ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসপি স্যারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে আতাইকুলা থানার একটি দল ঢাকা থেকে ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামি বাবাকে হত্যা করার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, বাবাকে হত্যা করে পুলিশকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে ঢাকায় পালিয়ে যায় ছেলে। জেলা পুলিশের কঠোর নির্দেশনায় একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

তিনি আরও বলেন, বাবাকে হত্যা করা একটি নজিরবিহীন ঘটনা। সবাইকে মর্মাহত করেছে। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, দুইদিন আগে আর পরে। অপরাধ করা থেকে সবাইকে সাবধান করেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭