DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইয়াবা কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Abdullah
জুন ২৫, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ইয়াবা কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

লোকচক্ষুর আড়ালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছেলের ইয়াবা চালান নিয়ে জমজমাট ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল স্বামী আবদুল মাতুব্বর ও তার স্ত্রী হেনা বেগম। কিন্তু শেষ রক্ষা হলো না দম্পতির। অবশেষে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদেরকে আটক করেছে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আজ রোববার ২৫ জুন) ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে।

 

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ একটি বিশেষ অভিযান পরিচালনাকালে মাদকসহ তাদেরকে আটক করে। আটক দম্পতি হলেন, পৌর এলাকার সোনাখোলা গ্রামের আব্দুল মাতুব্বর (৫২) ও তার স্ত্রী হেনা বেগম (৪১)।

 

মাকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, একটু গোপন খবরের ভিত্তিতে ভোরে  আব্দুল মাতুব্বরের বাড়িতে অভিযান পরিচালনা করার পর তার বসতঘর তল্লাশি চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। এসময় স্টিলের ওয়ারড্রবের উপরের ড্রয়ারের মধ্যে একটি সিনথেটিকের শপিং ব্যাগের ভিতর থেকে ১৭ হাজার তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে মাদক সিন্ডিকেটের সদস্য ওই দম্পতির ছেলে সজীব মাতুব্বর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

সূত্র আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করেন তাদের ছেলে সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজ বাড়িতেও  তাদের দুজনের (বাবা-মা) সহযোগিতায় ব্যবসা চালিয়ে আসছিল।

 

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করেছেন।

 

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম হোসেন জানান, মাদক এর ভয়ানক থাবা থেকে সমাজকে রক্ষা করতে আমরা বদ্ধ পরিকর। সেই ধারাবাহিকতায় মাদক কারবারিদের আইনের আওতায় আনার লক্ষ্যে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তৎপর রয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬