DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত

Abdullah
আগস্ট ৫, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী ফরিদপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান পিপিএ৷ পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ এবং শিক্ষা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো জেলা প্রশাসক কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জেলা প্রশাসক কামরুল আহসান পিপিএ পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম, পুষ্পস্তবক অর্পণ শেষে তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, প্রফেসর অসীম কুমার সাহা, অধ্যক্ষ, সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী।

এদিকে ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদে জোহর নামাজের পরে জেলা আওয়ামী উদ্যোগে চকবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি এনামুল হাসান এর পরিচালনায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা সদর ছাড়াও ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (তদন্ত)জুয়েল,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু, নির্বাচন কর্মকর্তা মোঃ হাসেন উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব হোসেন মোতালেব প্রমুখ।

জেলার সালথায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে সকাল দশটায় সালথা উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সংসদীয়-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন, কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সুদর্শন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আলীমুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস- চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তানিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছারাও জেলার অন্যান্যে উপজেলায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪